Header Ads

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিয়ে কিছু জানা অজানা

 


 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের একক

আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কোন ISP (Internet Service Provider) এর কাছ থেকে নেই তখন তারা আমাদেরকে তাদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে বলে। যেমন- ৪ Mb ৫৫০ টাকা, ৬ Mb ৭৫০ টাকা ইত্যাদি। এর পর আমারা আমাদের পছন্দের ইন্টারনেট প্যাকেজটি ক্রয় করে আমাদের সংযোগ গ্রহণ করি। এখন বিষয় হোল তারা আমাদের বলল, তারা আমাদের সংযোগটি দিয়েছে ৪ Mb এর। কিন্তু বাস্তবে আমরা সেটি পাচ্ছি না কেন? বা KB তে পাচ্ছি কেন? আসলে এখানে আমাদের একটু বুঝার ভুল থাকে যেটি অনেক সময় আমাদের ISP (Internet Service Provider) আমাদের কাছে বুঝিয়ে বলে না। এখন প্রশ্ন হতে পারে কি বুঝার ভুল? হুম! তাহলে চলুন জেনে নেয়া যাক গণ্ডগোল আসলে কোথায়।

আমরা যখন কোন গান, ভিডিও বা যাই কিছু ইন্টারনেট থেক ডাউনলোড করি তা আমরা MB হিসেবে দেখি। আর আমারা জানি অনেকেই জানি, 1MB = 1024 KB। 

এখানে একটি ছোট বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়। আর সেই ছোট বিষয়টি হল একটি Mb অপরটি MB। যেখানে 1MB = 1024 KB সেখানে 1Mb = 128 KB ।  পার্থক্য ছোট আর বড় বি নিয়ে। অর্থাৎ একক নিয়ে। 

অর্থাৎ, আমার ISP (Internet Service Provider) যদি আমাকে ৪ Mb এর সংযোগ দেয় তবে আমি আমার ডাউনলোড স্পীড পাব 4x128 = 512 KB।
আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন।

No comments

Powered by Blogger.