লিখিত পরীক্ষা-১
লিখিত পরীক্ষা-১
তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি (Information & Communication
Technology)
সংখ্যা পদ্ধতি (Number Systems)
A.
১। সংখ্যা পদ্ধতি (Number System) কি ?
২। 953 সংখ্যাটি বর্ণনা
কর।
৩। ২নং এ বর্ণিত সংখ্যাটিকে যথাসম্ভব সকল বেস (Base) এ রূপান্তর কর।
৪। ৩নং এ প্রাপ্ত ফলাফলগুলোকে উক্ত সংখ্যাটির বেস (Base) এ রূপান্তর কর।
B.
১। বাইনারি যোগের (Binary Addition)
পদ্ধতিগুলো লেখ।
২। 340, 596, 0A59 কে
বাইনারিতে পরিণত কর।
৩। Number System নিয়ে
আলোচনা কর।
৪। 1111100111 কে ?10, ?8, ?16 বেসে (Base) রূপান্তর কর।
C.
১। সংখ্যা পদ্ধতি (Number System) কত
প্রকার ও কি কি ?
২। Octal ও Hexadecimal
Number System এ একটি সংখ্যার বিপরীতে কতগুলো binary
সংখ্যা
(digit) থাকে? উদাহরণসহ লেখ।
৩। 0A359 কোন
Number System এর মধ্যে পরে ? উক্ত
নাম্বারটিকে ?8 এ পরিণত কর।
৪। 07532 কোন Number
System এর মধ্যে পরে ? উক্ত নাম্বারটিকে ?16 এ পরিণত কর।
D.
১। Decimal থেকে Other
Base এ রূপান্তর করার নিয়ম বর্ণনা কর (দশমিক ও পূর্ণ সংখ্যা উভয়)।
২। Other Base থেকে Decimal
এ রূপান্তর করার নিয়ম বর্ণনা কর (দশমিক ও পূর্ণ সংখ্যা উভয়)।
৩। (0-9, A-F) সংখ্যাগুলোর
Binary মানের ছক একে দেখাও।
৪। ৩নং এ প্রাপ্ত ছককে বর্ণনা কর।
৫। 60, 15 ও 47 কে বাইনারিতে
রূপান্তর করে যোগ কর।
No comments