Heading Tag
হেডিং ট্যাগ মূলত কোন কিছুর হেডিং দেয়ার জন্য ব্যাবহার করা হয়। মানে কোন কিছুর শিরোনাম লিখতে গেল সেটি হেডিং ট্যাগ এর মদ্ধে লিখতে তা ডিফল্ট ভাবে বোল্ড আকারে আসে এবং ফন্ট সাইজ বড় হয়। এর সুবিধা হল আমাদের আলাদা করে ফন্ট বড় বা বোল্ড করতে হয়না। যেমন- পত্রিকার পেজে কিছু শব্দ বড় করে থাকে তার নীচে ছোট হরফে বর্ণনা দেয়া থাকে। এই বড় হরফের মোটা লেখাটাকে হেডিং বা শিরোনাম বলে।
লেখার নিয়মঃ
আমরা জানি একটি ট্যাগ শুরু হয় এঙ্গেল ব্র্যাকেট শুরু ট্যাগের নাম শেষ এবং শেষ হয়
এঙ্গেল ব্র্যাকেট শুরু ব্যাক স্লাশ ট্যাগের নাম এঙ্গেল ব্র্যাকেট শেষ
এভাবে। ট্যাগের নামের মাঝখানে থাকে কনটেন্ট। যেমন-
- <h1>This is Heading 1</h1>
- <h2>This is Heading 2</h2>
- <h3>This is Heading 3</h3>
- <h4>This is Heading 4</h4>
- <h5>This is Heading 5</h5>
- <h6>This is Heading 6</h6>
যদি এই ট্যাগগুলো আমরা নোটপ্যাড++ এ লিখে ব্রাউজারে রান করি তবে এভাবে দেখতে পাব-
অর্থাৎ <h1>content</h1> ট্যাগ সবচেয়ে বড় এবং এভাবে ক্রমানুসারে <h6>content</h6> ট্যাগ সবচেয়ে ছোট।
No comments