Header Ads

উইন্ডোজ ১০ এর কিছু শর্টকাট কী

উইন্ডোজ ১০ এর কিছু শর্টকাট কীঃ

  • Ctrl + C কোন লেখা, ফাইল, ছবি বা যেকোনো কিছুকে সিলেক্ট করে Ctrl + C একসাথে প্রেস করলে লেখাটি কপি হয়ে যায় অর্থাৎ ডুপ্লিকেট কপি তৈরি হয়।
  •  Ctrl + X কোন লেখা, ফাইল, ছবি বা যেকোনো কিছুকে সিলেক্ট করে Ctrl + X একসাথে প্রেস করলে লেখাটি কাট হয়ে যায়। মানে যেখানে ছিল সেটি মুছে গিয়ে নতুন একটি কপি তৈরি হয়। পরে Ctrl + V প্রেস করলে সেটি পেস্ট হয়ে যায় অর্থাৎ নতুন কপি তৈরি হয়।
  •  Ctrl + V কোন কপি বা কাতক্রিত লেখাটি পেস্ট করার জন্য এই কী ব্যাবহার করা হয়।
  •  Ctrl + Z এটির মানে হল ব্যাক এ আসা বা পূর্বের অবস্থায় ফিরে আসা। অর্থাৎ আপনি কোন কিছু লিখতে লিখতে তা কেটে নতুন কিছু লিখছেন। আবার যদি আপনার এই কী প্রেস করেন তবে আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন।
  •  Ctrl + Y এটির মানে হল পরবর্তী অবস্থায় ফিরে যাওয়া। মানে আপনি Ctrl + Z প্রেস করে পূর্বের অবস্থায় চলে গিয়েছেন সেখান থেকে আপনি আবার পরের অবস্থায় ফিরে যেতে চাইলে এই কী ব্যাবহার করতে হবে।
  • Windows key + E এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কী। আপনি খুব সহজে ফাইল এক্সপ্লোরার ওপেন করতে চাইলে এই কী দুটি একত্রে প্রেস করলে ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে।
  •  Ctrl + Shift + Esc এটি উইন্ডোজ ১০ এর একটি গুরুত্বপূর্ণ ফিচার। এই তিনটি কী একত্রে প্রেস করলে আপনি টাস্ক ম্যানেজার দেখতে পাবেন বা ওপেন হবে। এখান থেকে আপনি আপনার কম্পিউটারে এখান কি কি অ্যাপ্লিকেশান চলছে, কোনটি কত পরিমাণ যায়গা ব্যাবহার করছে, আপনার ডিস্কে কতখানি যায়গা খালি আছে এসব দেখতে পাবেন। এছাড়া আপনার কম্পিউটার চালু হতে বেশ সময় নিচ্ছে আপনি স্টার্টআপ অপশনে গিয়ে যেই সব অ্যাপ্লিকেশান আপনার কম্পিউটার অন হবার সাথে সাথে চালু হবার প্রয়োজন নেই সেইগুলো দিসাবল করে দিন। দেখবেন আপানার কম্পিউটার এখন বেশ দ্রুত চালু হচ্ছে।
  •   Windows Key + PrtSc আপানার পুরো কম্পিউটার স্ক্রীনের ছবি নিতে চাইলে মানে স্ক্রীনশট নিতে চাইলে এই কী একত্রে প্রেস করতে পারেন।
  •  Delete Key কোন লেখা, ফাইল, ছবি বা যেকোনো কনটেন্ট ডিলিট করতে চাইলে এই কী প্রেস করতে হয়।
  • Shift + Delete শুধু ডিলিট কী প্রেস করলে আপানার কনটেন্ট ডিলিট হয় ঠিকি কিন্তু সেটি রিসাইকেল বিন এ গিয়ে জমা হয়ে থাকে। চাইলে পরে তা আবার রিষ্টোর করতে পারবেন। কিন্তু শিফট ডিলিট কী একসাথে প্রেস করে ডিলিট করলে তা আর রিসাইকেল বিন এ গিয়ে জমা না হয়ে সরাসরি ডিলিট হয়ে যায়।
  • Home Key এটির একটি মজার ব্যাবহার আছে। মনে করেন আপনি একটি লাইনের শেষ প্রান্তে আছেন। আপনি দ্রুত লাইনের প্রথমে যেতে চাইলে হোম কী প্রেস করলে লাইনের প্রথমে চলে যাবেন।
  •  End Key হোম কীর মত এন্ড কী এরও এটির একটি মজার ব্যাবহার আছে। মনে করেন আপনি একটি লাইনের প্রথম প্রান্তে আছেন। আপনি দ্রুত লাইনের শেষ যেতে চাইলে এন্ড কী প্রেস করলে লাইনের শেষে চলে যাবেন।
  • PgUp Key আপনি পেজের একবারে নীচে বা মাঝখানে আছেন। আপনি দ্রুত পেজের উপরে যেতে চাইলে এই কী প্রেস করতে হবে।
  •  PgDn Key আপনি পেজের উপরে বা মাঝখানে আছেন এখন আপনার পেজের নীচে যাবার প্রয়োজন হলে এই কী প্রেস করবেন দেখবেন আপনি পেজের নীচে চলে গেছেন।
  •  Ctrl + P কোন কিছু প্রিন্ট করতে চাইলে এই কী প্রেস করলে প্রিন্ট অপশন এসে পরবে।
  •  Windows Key + D মনে করেন আপনার কম্পিউটার স্ক্রীনে অনেকগুলো অ্যাপ্লিকেশান চালু আছেন। কোন কারনে আপনার ডেক্সটপে যাবার প্রয়োজন হল। আপনি কি করবেন? এক এক করে সব অ্যাপ্লিকেশান মিনিমাইয করবেন। এতো বেশ সময়ের ব্যাপার। তা না করে আপনি একত্রে এই কী প্রেস করলে সরাসরি ডেক্সটপে চলে যাবেন।
  •  Windows Key + M মনে করেন আপনার কম্পিউটার স্ক্রীনে অনেকগুলো অ্যাপ্লিকেশান চালু আছেন। কোন কারনে আপনার ডেক্সটপে যাবার প্রয়োজন হল। আপনি কি করবেন? এক এক করে সব অ্যাপ্লিকেশান মিনিমাইয করবেন। এতো বেশ সময়ের ব্যাপার। তা না করে আপনি একত্রে এই কী প্রেস করলে সরাসরি ডেক্সটপে চলে যাবেন।
  • Ctrl + ] কোন লেখার ফন্ট দ্রুত বাড়াতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করলে ফন্ট বাড়তে থাকবে।
  • Ctrl + [ কোন লেখার ফন্ট দ্রুত কমাতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করলে ফন্ট কমতে থাকবে।   
  • Alt + Tab আপনার কম্পিউটার স্ক্রীনে অনেকগুলো অ্যাপ্লিকেশান চালু আছে। খুব দ্রুত এবং সহজে কোন অ্যাপ্লিকেশানে যেতে চাইলে এই দুটো কী একত্রে প্রেস করলে সব অ্যাপ্লিকেশানগুলো আপানার কম্পিউটার স্ক্রীনে চলে আসবে। এখন আপনি আপনার ইচ্ছা মত অ্যাপ্লিকেশানে প্রবেশ করতে পারবেন।
  •  Shift + Up Arrow কোন লেখা আপনি নিচ থেকে উপরে সহজে মার্ক করতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে। এর পূর্বে আপনি যেখান থেকে লেখা মার্ক করতে চান সেখানে মাউস কার্সর রেখে এই কী দুটি একত্রে প্রেস করবেন। আপনি মাউস কার্সর থেকে শুরু উপরে যতটুকু মার্ক করতে চান করতে পারবেন।
  •  Shift + Down Arrow কোন লেখা আপনি উপর থেকে নীচে সহজে মার্ক করতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে। এর পূর্বে আপনি যেখান থেকে লেখা মার্ক করতে চান সেখানে মাউস কার্সর রেখে এই কী দুটি একত্রে প্রেস করবেন। আপনি মাউস কার্সর থেকে শুরু নীচে যতটুকু মার্ক করতে চান করতে পারবেন।
  •  Shift + Left Arrow কোন লেখা আপনি ডান দিক থেকে বাম দিকে সহজে মার্ক করতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে। এর পূর্বে আপনি যেখান থেকে লেখা মার্ক করতে চান সেখানে মাউস কার্সর রেখে এই কী দুটি একত্রে প্রেস করবেন। আপনি মাউস কার্সর থেকে শুরু ডান দিক থেকে বাম দিকে যতটুকু মার্ক করতে চান করতে পারবেন।
  • Shift + Right Arrow কোন লেখা আপনি বাম দিক থেকে ডান দিকে সহজে মার্ক করতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে। এর পূর্বে আপনি যেখান থেকে লেখা মার্ক করতে চান সেখানে মাউস কার্সর রেখে এই কী দুটি একত্রে প্রেস করবেন। আপনি মাউস কার্সর থেকে শুরু বাম দিক থেকে ডান দিকে যতটুকু মার্ক করতে চান করতে পারবেন।
  •   Ctrl + Alt + Up Arrow আপনার কম্পিউটার স্ক্রীন উপরের দিকে রোট করতে চাইলে এই তিনটি কী একত্রে প্রেস করতে হবে।
  •  Ctrl + Alt + Down Arrow আপনার কম্পিউটার স্ক্রীন নীচের দিকে রোট করতে চাইলে এই তিনটি কী একত্রে প্রেস করতে হবে।
  •  Ctrl + Alt + Left Arrow আপনার কম্পিউটার স্ক্রীন বাম দিকে রোট করতে চাইলে এই তিনটি কী একত্রে প্রেস করতে হবে।
  •   Ctrl + Alt + Right Arrow আপনার কম্পিউটার স্ক্রীন ডান দিকে রোট করতে চাইলে এই তিনটি কী একত্রে প্রেস করতে হবে।
  • Shift + Home Key মনে করেন আপনি একটি লাইনের শেষে আছেন। এখন দ্রুত লাইনের প্রথমে যেতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে।
  • Shift + End Key মনে করেন আপনি একটি লাইনের প্রথমে আছেন। এখন দ্রুত লাইনের শেষে যেতে চাইলে এই দুটি কী একত্রে প্রেস করতে হবে।
  • Ctrl + O কোন ফাইল দ্রুত ওপেন করার জন্য এই দুটো কী একত্রে প্রেস করতে হবে।
  •  Ctrl + I আপনি কোন লেখা সিলেক্ট করে যদি এই দুটো কী একত্রে প্রেস করেন তবে আপনার লেখাটি ডান দিকে বেঁকে যাবেন মানে ইতালিক ফর্মে চলে যাবে।  
  •  Ctrl + B কোন লেখাকে বোল্ড করার প্রয়োজন পরলে লেখাটি সিলেক্ট করে এই দুটো কী প্রেস করলে লেখাটি বোল্ড হয়ে যাবে।
  • Ctrl + U কোন লেখাকে আন্ডারলাইন করার প্রয়োজন পরলে লেখাটি সিলেক্ট করে এই দুটো কী প্রেস করলে লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে।
  • Ctrl + A আপনি সবগুলো কনটেন্ট একসাথে সিলেক্ট করতে চাইলে এই দুটো কী একসাথে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে।
  •  Ctrl + S কোন কিছু সেভ করার জন্য এই দুটো কী প্রেস করলে সেভ অ্যাজ অপশন আসবে এরপর আপনি আপানার ইচ্ছা মত তা সেভ করতে পারবেন।
  • Ctrl + R কোন লেখাকে সবার ডানে নিয়ে যেতে চাইলে এই দুটো কী একত্রে প্রেস করতে হবে।
  • Ctrl + E কোন লেখাকে সবার মাঝখানে নিয়ে যেতে চাইলে এই দুটো কী একত্রে প্রেস করতে হবে।
  •  Ctrl + L কোন লেখাকে সবার বামে নিয়ে যেতে চাইলে এই দুটো কী একত্রে প্রেস করতে হবে।
  •  Ctrl + N নতুন পাতা আনার জন্য এই কী দুটো একত্রে প্রেস করতে হবে।
  •  Alt + F4 আপনার কম্পিউটারে অনেকগুলো অ্যাপ্লিকেশান চালু আছে সবগুলো একসাথে কাটার জন্য এই দুটো কী একসাথে প্রেস করতে হবে।
  •   F2 কোন ফাইল কে বা কনটেন্ট কে রিনেম করতে চাইলে এই কী প্রেস করতে হবে।

No comments

Powered by Blogger.