Header Ads

বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের উইন্ডোজ ফোন


ছবি: ইন্টারনেট থেকে

বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের উইন্ডোজ ফোন


উইন্ডোজ ফোন থেকে আর বেশি কিছু প্রত্যাশা করবেন না, সরকারিভাবে জানিয়েই দিল মাইক্রোসফট। অর্থাৎ এককথায় বন্ধ হয়ে গেল উইন্ডোজ ফোন।
তবে সিকিউরিটি আপডেট করা ‌যাবে আপাতত। কিন্তু অপারেটিং সিস্টেমের কোনো আপডেটই আর পাওয়া ‌যাবে না। বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন আসতেই রিতিমত হইচই পড়ে গিয়েছিল। সে সময় উইন্ডোজের প্রতিদ্বন্দ্বি ছিল ব্ল্যাকবেরি। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এসে ‌যাওয়ায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে উইন্ডোজ ফোন। নোকিয়ার সঙ্গে লুমিয়া বের করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও তেমন কোনো লাভ হয়নি। ফলে আইফোন আর অ্যান্ড্রয়েডের কাছ হার মানতে বাধ্য হয়েছে উইন্ডোজ।
বাজারে পিছিয়ে পড়তে পড়তে আরো একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উইন্ডোজ ফোন। নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে আনা হয় উইন্ডোজ ১০ ফোন।
কিন্তু বাজার চলতি অ্যাপসহ অন্যান্য কোনো ফিচারর্সই সেভাবে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়নি। ফলে ক্ষতির পরিমাণ আর না বাড়িয়ে উইন্ডোজ ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।
সূত্র: ইন্টারনেট


No comments

Powered by Blogger.